মাদারীপুর পাসপোর্ট অফিসে দালালি, ৪ জনের জেল-জরিমানা
আটক দালাল চক্রের ৪ সদস্য
মাদারীপুর পৌর শহরের কুকরাইল এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের চার সদস্যকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেল-জরিমানা করা হয়।
সোমবার (১৩ জুন) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত অফিসের উপ-পরিচালক আতিকুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুর পৌরসভার গোলাবাড়ি এলাকার হাফিজুর রহমানের ছেলে পারভেজ মোল্লা (২৮), কুকরাইল এলাকার মৃত কাজেম বেপারীর ছেলে আব্দুল রব ব্যাপারী (৬৬), সদর উপজেলার ব্রাহ্মনদী এলাকার নুরুল ইসলাম খানের ছেলে রাজু খান (২৮), কালকিনি উপজেলার রমজানপুর এলাকার ক্ষিরোদ সরকারের ছেলে নন্দ সরকার (৪৫)।
মাদারীপুর দুদকের সমন্বিত অফিসের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে আটক করি। তাদের কাছ থেকে পাসপোর্ট জমার স্লিপও জব্দ করা হয়।
এ দুদক কর্মকর্তা আরও বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সরোয়ার রাব্বিকে খবর দেওয়া হয়। তার উপস্থিতিতে আটক চারজন পাসপোর্ট সংক্রান্ত কাজে দালালির মাধ্যমে সম্পৃক্ততার কথা স্বীকার করলে প্রত্যেকের একমাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। দোষ প্রমাণ না হওয়ায় আটক তানভীর মাহমুদকে ছেড়ে দেওয়া হয়।
মাদারীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সরোয়ার রাব্বি জাগো নিউজকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়া ও গ্রাহককে হয়রানির অভিযোগে আটক চার দালালের জেল-জরিমানা করা হয়।
এ কে এম নাসিরুল হক/এসজে/এমএস