ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় সোনাকাটা ইউনিয়নের নির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৩ জুন ২০২২

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার (১৩ জুন) নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে ১৫ জুন অনুষ্ঠিতব্য বরগুনার তালতলী উপজেলাধীন সোনাকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের গণবিজ্ঞপ্তি জারির জন্যও বলা হয়েছে।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দফা দফায় সংঘর্ষ চলে আসছে। বর্তমানে যে পরিবেশ ইউনিয়নটিতে বিরাজ করছে তাতে নির্বাচন সম্পন্ন করা অসম্ভব। তাই নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।’

এসজে/এমএস