ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোংলায় ২ মাস নেই বৃষ্টি, মসজিদে দোয়া

মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৩ জুন ২০২২

বাগেরহাটের মোংলায় প্রায় দুই মাস ধরে কোনো বৃষ্টিপাত নেই। চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। অনাবৃষ্টি ও তাপপ্রবাহে শুকিয়ে গেছে এখানকার পুকুর ও জলাশয়। দেখা দিয়েছে সুপেয় ও নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত পানির তীব্র সংকট।

দীর্ঘদিন ধরে বৃষ্টি না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। তাই বৃষ্টির জন্য মোংলায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

পৌর শহরের কেন্দ্রীয় বাজার জামে মসজিদে সোমবার (১৩ জুন) মাগরিবের নামাজ শেষে বৃষ্টির জন্য দোয়া করেন ইমাম মাওলানা তৈয়বুর রহমান। এ সময় মুসল্লিরাও বৃষ্টির জন্য হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন।

মুসল্লি আ. রব বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানির খুব কষ্ট হচ্ছে। ওজুর পানির সমস্যা। সুপেয় পানি নেই। এ মুহূর্তে বৃষ্টি না হলে পানি খাওয়া ও গোসলসহ সবই বন্ধ হয়ে যাবে।

হাফেজ মো. আব্দুল হালিম বলেন, বৃষ্টি তো নেই, সেই সঙ্গে প্রচণ্ড গরম পড়ায় শারীরিকভাবে অসুস্থতা বোধ করছি। তাই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছি।

বাজার জামে মসজিদের ইমাম ও পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা তৈয়বুর রহমান বলেন, বৃষ্টি না হওয়ায় মোংলার মানুষের দুর্ভোগ বেড়েছে। তাই মসজিদে মুসল্লিদের নিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে দোয়া করেছি।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান জাগো নিউজকে বলেন, বৃষ্টির অভাবে ও প্রচণ্ড তাপপ্রবাহে সব পুকুর-ডোবা শুকিয়ে গেছে। পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের পুকুর দুটিও শুকিয়ে আঙুল চারেক পানি আছে। বৃষ্টি না হলে দু-একদিন পরে পানি সরবরাহও বন্ধ হয়ে যাবে। তাই পৌরসভার পক্ষ থেকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে।

এসজে/এমএস