বিষ দিয়ে মেরে ফেলা হলো ১৪ লাখ টাকার মাছ
সাতক্ষীরা সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ১৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
রোববার (১২ জুন) রাতে উপজেলার লাবসা ইউনিয়নের শুল্কির বিলে আলি হোসেনের ২০ একর আয়তনের ঘেরে এ বিষ প্রয়োগ করা হয়।
ভুক্তভোগী আলী হোসেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার।

বিষক্রিয়ায় ঘেরে চাষ করা বিপুল পরিমাণ রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানির ওপরে ভেসে ওঠে।
এ ঘটনায় ইউপি মেম্বার আলি হোসেনের স্ত্রী নাছিমা খাতুন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কয়েক বছর ধরে কৈখালী গ্রামের আনছার আলীর ছেলে আমজাদ হোসেনের সঙ্গে ইউপি মেম্বার আলি হোসেনদের বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন রাতে আমজাদ হোসেন, তার ছেলে আনারুল ইসলাম, একই এলাকার মৃত এসএম সরদারের ছেলে ইমান হোসেনসহ অজ্ঞাতপরিচয় দু-তিনজন আলি হোসেনের মাছের ঘেরে বিষ প্রয়োগ করেন। খবর পেয়ে আলি হোসেনের পরিবারের সদস্যরা ঘেরে গেলে আমজাদ হোসেনসহ অন্যরা পালিয়ে যান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। যে বা যারাই এ ঘটনার সঙ্গে জড়িত হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস