পঞ্চম বর্ষে হীরাঝিল একতা সংঘ
বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হীরাঝিল একতা সংঘ’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১৩ জুন) সিদ্ধিরগঞ্জের তাজমহল রেস্টুরেন্টে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। রাত ১০টায় নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এর আগে শুরুতেই কেক কাটা হয়।
এ সময় মাল্টিমিডিয়া পর্দার মাধ্যমে সংগঠনের গত চার বছরের কার্যক্রম তুলে ধরা হয় এবং ভবিষ্যত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতি সিপলু এবং সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের উপদেষ্টা সৌরভ ইমাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ‘সাহায্যের হাত’ সংগঠনের উপদেষ্টা এবং ম্যানচেস্টার ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইকবাল হোসেন, মানবকল্যাণে রক্তদান সংগঠনের সভাপতি পারভেজ হাসানসহ হীরাঝিল একতা সংঘের সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, এই সংগঠনের সদস্যদের সামাজিক কাজের পাশাপাশি নিজেদের জীবনের গতিকে সফল করতে হবে। কারণ নিজেদের গড়ে তুলতে পারলে সংগঠনের কাজ সঠিকভাবে চলবে। সামাজিক সকল ধরনের কাজে সবসময় সঙ্গে থাকার অঙ্গিকার জ্ঞাপন করেন তারা।
সামাজিক এ সংগঠনটি দীর্ঘ ৪ বছর রক্তদান, চিকিৎসা সহযোগিতা, যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
রাশেদুল ইসলাম রাজু/এফএ/জেআইএম