ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলব্যাগে মিললো হরিণের ৩ চামড়া

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৪ জুন ২০২২

বরগুনার পাথরঘাটায় স্কুলব্যাগ থেকে ৩টি হরিণের চামড়া জব্দ করেছে কোস্টগার্ডের দক্ষিণ জোনের সদস্যরা।

মঙ্গলবার (১৪ জুন) সকালে বরগুনা পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ স্টেশন কমান্ডার লে. এইচএম হারুনর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ জ্ঞান পাড়া পরিত্যক্ত অবস্থায় একটি স্কুলব্যাগ থেকে ৩টি হরিণের চামড়া উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এইচএম হারুনর রশিদ জাগো নিউজকে বলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নে হরিণের চামড়া ও মাংস পাচার হচ্ছে। রাতে এমন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কোস্ট গার্ডের দুটি টিম চরদুয়ানি জ্ঞান পাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত একটি স্কুলব্যাগ থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফএ/জেআইএম