ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাজিরপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৪ জুন ২০২২

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. হাসানাত ডালিম।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. কবির হোসেন বাহাদুর ও তার লোকজন একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসানাত ডালিম ও তার সমর্থকদের ভয়ভীতিসহ এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছেন। সোমবার (১৩ জুন) সন্ধ্যায় কিছু বহিরাগত সন্ত্রাসীরা তার নির্বাচনী এজেন্ট হাসানাত বাবুকে মারধর করে এলাকা ছাড়ার নির্দেশ দেন। এছাড়া মঙ্গলবার সকালে বৈঠাকাট বাজারে বসে নৌকার কর্মী স্থানীয় জুয়েল ও শামীমের নেতৃত্বে ছয়-সাত জন মিলে স্বতন্ত্র প্রার্থীর চার কর্মীকে পিটিয়ে জখম করে।

তবে নৌকার প্রার্থী মো. কবির বহাদুর এমন অভিযোগ মিথ্যা দাবি করে জাগো নিউজকে বলেন, ‘ওই প্রার্থীর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জাগো নিউজকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর নৌকা প্রতীকের প্রার্থী ও কর্মীদের হামলার একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ও দেউলবাড়ী দোবরা ইউনিয়ন পরিষদে বুধবার (১৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেউলবাড়ী দোবড়ায় তিনজন চেয়ারম্যান প্রার্থী, ৩১ জন সাধারণ মেম্বার, ১০ জন সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী ও কলারদোয়ানিয়া আটজন চেয়ারম্যান প্রার্থী, ৩২ জন সাধারণ মেম্বার ও ৯ জন সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসজে/এএসএম