ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাঁজাসহ দুই বোন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৪ জুন ২০২২

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা সম্পর্কে আপন দুই বোন।

মঙ্গলবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার নাগরকান্দি প্রতাপবাজু গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন ওই এলাকার মৃত মীর আলী প্রামাণিকের মেয়ে বকুল বেগম (৫২) ও শিউলি বেগম (৪৮)।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবগঞ্জের নাগরকান্দি প্রতাপবাজু গ্রাম থেকে দুই কেজি ৭০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ বকুল এবং শিউলিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআর/এএসএম