ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতি মণ ধানে ২ কেজি বেশি নেওয়ায় কৃষকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৫ জুন ২০২২

প্রতি মণ ধানে ৪০ কেজির পরিবর্তে ৪২ কেজি করে নেওয়ায় ধান ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন কৃষকরা।

বুধবার (১৫ জুন) দুপুরে কৃষক উন্নয়ন ফোরামের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ আবুল হাসনাত সম্রাট, সংগঠনটির নেতা পিয়ার হোসেন পলাশ, আব্দুল আজিজ প্রমুখ।

বক্তারা বলেন, ৪০ কেজিতে মণ হলেও বিক্রি করতে গেলে ব্যবসায়ীরা দুই কেজি করে বেশি নিচ্ছেন। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে কৃষকদের পক্ষে সংগঠনটি ধানের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি দেয়।

ইমরান হাসান রাব্বী/এসআর/এএসএম