ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরের মধুখালীতে নৌকার হার

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৬ জুন ২০২২

ফরিদপুরের মধুখালী ও চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শেষ হয়েছে। এর মধ্যে মধুখালী ইউনিয়নে পরাজিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী।

মধুখালীর কামালদিয়া ইউপিতে ওয়ালিদ হাসান মামুন এবং চরভদ্রাসনের চরঝাউকান্দায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বদরুজ্জামান মৃধা। তারা দুজনেই স্বতন্ত্র প্রার্থী।

বুধবার (১৫ জুন) নির্বাচন ও ভোট গণনা শেষে বেসরকারিভাবে প্রকাশিত ফলে এ তথ্য জানা গেছে।

মধুখালী উপজেলা নির্বাচনী কর্মকর্তা রাসেদুল ইসলাম জাগো নিউজকে জানান, এ নির্বাচনে অটোরিকশা প্রতীকে ওয়ালিদ হাসান তিন হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থী মো. হাবিবুল বাশার পেয়েছেন দুই হাজার ৭৯৬ ভোট। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাচনী কর্মকর্তা মঞ্জুরুল আলম জাগো নিউজকে জানান, এখানে আনারস প্রতীকে এক হাজার ৪০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন বদরুজ্জামান মৃধা। তার প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে ফরহাদ হোসেন মৃধা পেয়েছেন এক হাজার ২৬১ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফরিদপুরের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, সবার সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এন কে বি নয়ন/জেডএইচ/