ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে সোয়া ৪ কেজি ক্রিস্টাল মেথসহ দুই যুবক আটক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ১১:২৮ এএম, ১৬ জুন ২০২২

কক্সবাজারের টেকনাফে চার কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও এক লাখ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (১৫ জুন) রাতে নাফ নদী এলাকার বেড়িবাঁধ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- টেকনাফের হ্নীলার মৃত কাদের বকসের ছেলে আব্দুর রহমান (৩০) ও মৌলভী বাজারের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ নুর (২৫)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বেড়িবাঁধ এলাকা থেকে ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে চার জি ৩১৫গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও এক লাখ ইয়াবা উদ্ধার করে।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম