ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘আমাজনে কেউ সেতুর সাহস করেনি, বাংলাদেশ পদ্মায় করে দেখিয়েছে’

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৬ জুন ২০২২

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আমাজন ও পদ্মা বিশ্বের অন্যতম খরস্রোতা নদী। তবে আমাজনে এখন পর্যন্ত কেউ সেতু তৈরির সাহস না করলেও বাংলাদেশ সেই সাহস দেখিয়ে পদ্মায় সেতু তৈরি করেছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আমাজন নদীর মতো পদ্মা বেশ খরস্রোতা নদী। এমন খরস্রোতা আমাজনের ওপর সেতু করার সাহস কেউ দেখাতে পারেনি। কিন্তু বাংলাদেশ তা করে দেখাতে পেরেছে। আমাজান নদীর পরই এই পদ্মা নদীর স্থান। খরস্রোতা নদীর দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয়।

jagonews24

মন্ত্রী বলেন, আজকে এ পদ্মা সেতু যার স্বপ্ন, এই পদ্মা সেতু যার কমিটমেন্ট, এই পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রী অনেক ত্যাগ শিকার করেছেন। এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের সেতু। সেতু খুলে দেওয়ার পর এ অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এটি দেশের সার্বিক যোগাযোগব্যবস্থাকে সমৃদ্ধ করবে। পদ্মা সেতু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে সংযোগ করে দিয়েছে। দেশের অর্থনীতিকে উন্নত করবে। দেশের প্রত্যেক মানুষকে সাবলম্বী করে তুলবে। দেশের সার্বিক অর্থনৈতিক চিত্র পাল্টে দেবে এই পদ্মা সেতু।

এসময় জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ কে এম নাসিরুল হক/এমআরআর/জিকেএস