ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোটরসাইকেল চুরি করতে এসে ধরা ১৩ চুরি মামলার আসামি

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৬ জুন ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল চুরির করার সময়ে এক যুবককে (২২) হাতেনাতে আটক করেছে জনতা।

বুধবার (১৫ জুন) রাতে শহরের কমলপুর এলাকা থেকে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক ব্যক্তির নাম আরমান হোসেন ওরফে আকরাম (২২)। তিনি নরসিংদির বেলাব উপজেলার উজলাব গ্রামের বাছেদ আলীর ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুন) সকালে মোটরসাইকেল মালিক নয়ন মীর বাদী হয়ে থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাতে নয়ন মীরের একটি মোটরসাইকেল চুরির সময় জনতার হাতে ধরা পড়েন আরমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) সাকিব জানান, গত দুই বছরে ভৈরবে কমপক্ষে ২৫টি মোটরসাইকেল চুরি হয়েছে। আরমান একজন কুখ্যাত চোর। তার বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন থানায় ১৩টি চুরির মামলা রয়েছে ।

এসআর/জেআইএম