ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে মেঘনার পানি বিপৎসীমার কাছাকাছি, নিচু এলাকা প্লাবিত

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৮ জুন ২০২২

উজানের ঢলে মেঘনা নদীতে বাড়ছে পানি। কিশোরগঞ্জের ভৈরবে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি। ফলে উপজেলার আগানগর, শ্রীনগর, সাদেকপুর ইউনিয়নের গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেঘনা নদীর তিন সেতু সংলগ্ন এলাকায় ঢলের পানি আসছে। কয়েকটি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। আতঙ্কে আছেন মানুষ।

ভৈরব বাজারের সার ব্যবসায়ী মো. রায়হান মিয়া বলেন, যেভাবে পানি বাড়ছে, রোববারের মধ্যে বিপৎসীমা অতিক্রম করবে। এতে ভৈরব বাজারে সব ব্যবসায়ীরা আতঙ্কে সময় পার করছেন।

ভৈরবে মেঘনার পানি বিপৎসীমার কাছাকাছি, নিচু এলাকা প্লাবিত

এ বিষয়ে ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি হুমায়ুন কবীর বলেন, ভৈরব একটি ব্যবসায়িক এলাকা। এখান থেকে হাওর অঞ্চলসহ কয়েকটি জেলায় বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও মুদি মালামাল সরবরাহ করা হয়। কিন্তু যেভাবে বৃষ্টি ও হাওরের বন্যার পানি বাড়ছে, তাতে ভৈরব বাজার তলিয়ে যেতে পারে।

ভৈরবে মেঘনার পানি বিপৎসীমার কাছাকাছি, নিচু এলাকা প্লাবিত

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জাগো নিউজকে বলেন, ভৈরবে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তবে বন্যার পূর্ব প্রস্তুতিতে সেসব পদক্ষেপ দরকার সবগুলো নেওয়া হয়েছে।

এসজে/জেআইএম