ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে সড়কে প্রাণ গেলো দুইজনের

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২০ জুন ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজনের নাম জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি।

সোমবার (২০ জুন) ভোরে তারাব পৌরসভার বরপা ও সকালে কাঞ্চন পৌরসভার মাস্টার ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ভুলতা ক্যাম্পের ইনচার্জ ফারুক হোসেন বলেন, তারাব পৌরসভার বরপা এলাকার দর্পণ গার্মেন্টসের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে ভোরে গাড়িচাপায় অজ্ঞাত যুবক নিহত হন। এর পরে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার মাস্টার ফিলিং স্টেশনের সামনে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় কারিমুল্লাহ নামে এক পথচারী নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় সিমেন্ট বোঝাই ট্রাকটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এএসএম