পুকুরে মিললো ট্রাকচালকের গলায় রশি পেঁচানো মরদেহ
ট্রাকচালক রেজাউল করিম
যশোরে পুকুর থেকে রেজাউল করিম (৪০) নামের এক ট্রাকচালকের গলায় রশি পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার ট্রাকের সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (২১ জুন) সকালে যশোর-খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী পদ্মবিলা এলাকার একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। রেজাউল বরিশালের গৌরনদী উপজেলার টরকির চর গ্রামের ইউনুস বয়াতীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আব্দুর রাজ্জাকের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করে। পরে প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
পুলিশ জানায়, ট্রাকচালক রেজাউল তার নিজের ট্রাকে ভাড়া নিয়ে বের হয়েছিলেন। সঙ্গে অজ্ঞাতপরিচয় একজন ট্রাকচালকও ছিলেন। রেজাউলের মরদেহ উদ্ধার হলেও তার ট্রাকের সন্ধান এখনো পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, সঙ্গী অজ্ঞাতপরিচয় চালক তার সহযোগীদের সহায়তায় ট্রাক ছিনতাইয়ের উদ্দেশ্যে রেজাউলকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। মরদেহ পুকুরে ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে চলে যায় তারা।
যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করেছে।
মিলন রহমান/এসজে/এমএস