ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মা সেতু উদ্বোধন: কুয়াকাটায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ১১:৫৮ এএম, ২২ জুন ২০২২

যান চলাচলের জন্য প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতু। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে উন্মোচন হবে সেতুর দ্বার। এ আনন্দে পটুয়াখালীর কুয়াকাটায় মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।

কুয়াকাটা পৌরসভার আয়োজনে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। বুধবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় মিছিলটি সৈকত ও রাখাইন মার্কেট প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে এসে শেষ হয়।

পদ্মা সেতু উদ্বোধন: কুয়াকাটায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

পৌরসভার সঙ্গে আনন্দ মিছিলে অংশ নেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, টোয়াক, হোটেল মালিক সমিতি, শ্রমিক লীগ, ট্যুর গাইড, রেস্টুরেন্ট মালিক সমিতি, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার।

পদ্মা সেতু উদ্বোধন: কুয়াকাটায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পদ্মা সেতুর কারণে পর্যটন কেন্দ্র হিসেবে আগামী ১০ বছরে কক্সবাজারকে পেছনে ফেলবো। এ দক্ষিণাঞ্চলের মানুষের মনের আসা প্রধানমন্ত্রী পূরণ করেছেন। আমরা তার কাছে ঋণী।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/জেআইএম