সাঘাটা উপজেলা জামায়াতের আমির গ্রেফতার
প্রতীকী ছবি
গাইবান্ধার সাঘাটা উপজেলা জামায়াতের আমির মো. ইব্রাহিম আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের কানাইপাড়া দাখিল মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইব্রাহিম আলী কানাইপাড়া দাখিল মাদরাসার সহকারী সুপার ও ধারাবর্ষা গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।
সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, বোনারপাড়ার অদূরে বুরুঙ্গী নামক এলাকায় রেল লাইনে নাশকতার মামলার আসামি ছিলেন ইব্রাহিম আলী। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অমিত দাশ/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির
- ২ ফরিদপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- ৩ ভোট চাইতে গেলেই এ্যানিকে পান-সুপারি-পিঠা নিয়ে বরণ করছেন ভোটাররা
- ৪ কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার আইনজীবী কারাগারে
- ৫ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা