বাগেরহাটে বোমাসহ বিএনপি নেতা আটক
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা থেকে বিএনপির সাবেক সভাপতি মাওলানা আব্দুল খালেককে (৬৫) আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে তাকে আটক করা হয়। তিনি উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ।
মোড়েলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা ডিবি পুলিশ ও মোড়েলগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পঞ্চকরণ গ্রামে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি শক্তিশালী হাত বোমাও উদ্ধার করে পুলিশ।