পদ্মা সেতু উদ্বোধনে আগতদের সেবায় ফরিদপুরের ৩৬ সদস্যের মেডিকেল টিম
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আগতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে ফরিদপুরের ৩৬ সদস্যের মেডিকেল টিম। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম এ জলিলের নেতৃত্বে টিমের সদস্যরা যাত্রা করেন।
শুক্রবার (২৪ জুন) সকালে এ দলের সদস্যরা পদ্মা সেতুর উদ্দেশে যাত্রা করেছেন।
ফরিদপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম এ জলিল বলেন, স্বাচিপ ও বিএমএর ১২ চিকিৎসকসহ সেবা টিমের সদস্যরা পদ্মা সেতুর উদ্বোধনে অংশ নেওয়াদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করবেন।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুই কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ
- ২ ‘বাপু, গণভোট আবার কী? আজই প্রথম শুনলাম’
- ৩ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৪ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৫ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার