ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাঁঠালবাড়িয়া ঘাট মাতাচ্ছেন মাঝি-মাল্লারা

এন কে বি নয়ন | বাংলাবাজার থেকে | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৪ জুন ২০২২

পদ্মা সেতু উদ্বোধনের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। উদ্বোধনস্থল কাঁঠালবাড়িয়া ঘাটে আইনশৃঙ্খলা বাহিনী, ভাসমান দোকান ও উৎসুক মানুষের ভিড় রয়েছে। এ ভিড় ক্রমেই বাড়ছে। তবে কাঁঠালবাড়িয়া মাতিয়ে তুলেছেন চলন্ত নৌকা।

শুক্রবার (২৪ জুন) বিকালে কাঁঠালবাড়িয়া ঘাটে এ দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, লাল সবুজের পতাকার সাজে সজ্জিত নৌকা। নৌকায় তিন চাকার নসিমনের উপর বসানো হয়েছে। এতে মাঝি-মাল্লা রয়েছে ৩০ জন। ঢোল, খোল, হারমনিয়াম, ঝুড়ি, একতারা-দোতরা, বাঁশির তালে তালে শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে নানান গান-বাজনা চলছে। মন মাতানো গান-বাজনা আর নাচে মাতিয়ে তুলেছেন উপস্থিত মানুষদের।

জানা গেছে, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওড়াইল-মৃগী ইউনিয়নবাসী পদ্মাসেতু উদ্বোধন মাতাতে এ উদ্যোগ নিয়েছেন। গত তিনদিন আগে রাজবাড়ী থেকে রওনা দিয়ে শুক্রবার বিকেলে অনুষ্ঠান স্থলে পৌঁছেছেন।

jagonews24

কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা মাসুদ ব্যাপারী জাগো নিউজকে বলেন, ‘আর কয়েক ঘণ্টা পরেই পদ্মা সেতুর উদ্বোধন। এই চলন্ত নৌকা, আর নৌকার মাঝিমাল্লাদের গান অনুষ্ঠানস্থল মাতিয়ে তুলেছে। গান শুনছি, নাচ দেখতেছি। বেশ আনন্দ পাচ্ছি।’

চলন্ত নৌকার পরিচালনাকারী মো. জালাল উদ্দীন জাগো নিউজকে বলেন, রাজবাড়ী থেকে ৩০ চলন্ত নৌকা নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সাহসি উদ্যোগে আজকের এই পদ্মা সেতু। কয়েক বছর ধরে অধির আগ্রহে নিয়ে উদ্বোধনের অপেক্ষায় রয়েছি। অবশেষে সেই সময় এসেছে। আমরা অনেক খুশি, অনেক আনন্দিত।

এএইচ/এএসএম