ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৫ জুন ২০২২

লালমনিরহাটের কালিগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে পাপ্পু (২৬) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও।

শনিবার (২৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার পাপ্পু রংপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড সেনপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে এবং রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক।

পুলিশ জানায়, ২৪ জুন সন্ধ্যায় উপজেলার মহিপুর সড়কে চেকপোস্টে পাপ্পুর মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলের সিটের ভেতর থেকে ১২৪ পিস ফেনসিডিল জব্দ করা হয়। পাপ্পুকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়।

jagonews24

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জাগো নিউজ বলেন, ‘এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুর মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

রবিউল হাসান/এসজে/জিকেএস