ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে ট্রলিচাপায় মাদরাসাছাত্র নিহত

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৫ জুন ২০২২

নড়াইলের কালিয়ায় বালুবোঝাই ট্রলিগাড়ির চাপায় আসিফ মিনা (১৭) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

শনিবার (২৫ জুন) সকালে উপজেলার খড়রিয়া-নওয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আসিফ খড়রিয়া গ্রামের হিরু মিনার ছেলে। সে খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদরাসায় যাচ্ছিল কিশোর আসিফ। পথে খড়রিয়া-নওয়াপাড়া সড়কের মোল্যাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রলিগাড়ি তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আসিফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ট্রলিগাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজুল নিলু/এসআর/জিকেএস