জীবননগরে অজ্ঞাত যুবককে গুলি করে হত্যা
চুয়াডাঙার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের দেহাটি কাটাখালি ব্রিজের কাছে অজ্ঞাত যুবককে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ওই যুবককে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের দেহাটি কাটাখালি ব্রিজের কাছের রাস্তার পাশে গুলি করে হত্যা করে। বুধবার সকাল ৯টার দিকে কৃষকরা মাঠে যাওয়ার সময় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায় নি। নিহতের গায়ে সাদা-কালো চেক শার্ট ও পরনে কালো প্যান্ট ছিলো বলে ওসি জানান।
সালাউদ্দীন কাজল/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ২ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৩ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৪ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৫ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন