এমপি নাজমা আকতার করোনায় আক্রান্ত
এমপি নাজমা আকতার/ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমা আকতার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় তার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
রোববার (২৬ জুন) সন্ধ্যায় এমপি নাজমা আকতার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
নাজমা আক্তার জানান, তিনি গত এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন। জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে শনিবার (২৫ জুন) তিনি নমুনা পরীক্ষা করান। এতে তার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।
বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। দ্রুত সুস্থতার জন্য এমপি নাজমা আকতার ফেনীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নুর উল্লাহ কায়সার/এএএইচ