ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্কুল শিক্ষার্থীকে চাপা দিলো বাস

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৭ জুন ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাড়ি ফেরার পথে তাসফিয়া হোসেন রিপা (৮) নামের এক স্কুল শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কামাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপা উপজেলার বাহাদুরপুরের জাকির হোসেনের মেয়ে। সে কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত তাসফিয়ার পরিবারের সদস্যরা জানান, স্কুল শেষে বাড়ি ফেরার জন্য সড়ক পার হতে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল তাসফিয়া। প্রতিদিন সেসহ অন্যান্য শিক্ষার্থীদের স্থানীয়রা সড়ক পার করে দেন। এ সময় সিলেট অভিমুখে একটি ইউনিক কোম্পানির যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে চলে আসে। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিপাকে বাসটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে বিক্ষুব্ধ জনগণ বাসটিকে আটক করে ভাঙচুর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম