সাদুল্যাপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
গাইবান্ধার সাদুল্যাপুরে বিনয় চন্দ্র (৪৫) নামে এক ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়ায় নিজ বাড়ির অাঙ্গিনা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন বিনয়। পরে বাড়ির আঙ্গিনায় তার গলাকাটা মৃতদেহ দেখতে পান নিহতের স্বজন ও প্রতিবেশিরা।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরো ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।
বিনয় চন্দ্র পালানপাড়ার খগেন্দ্র নাথের ছেলে। তিনি স্থানীয় ধাপেরহাট বাজারে কাঁচামাল বিক্রি করতেন।
অমিত দাশ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান