মাটি কাটার সময় দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
চাঁদপুর সদর উপজেলায় মসজিদের মিনার নির্মাণের জন্য মাটি কাটার সময় দেওয়াল ধসে শাহজাহান গাজী (৬৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
রোববার (৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজী বাড়ি জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন- লিটন গাজী, (৫০) হামেদ গাজী (৩২) ও কামাল ব্যাপারী (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মসজিদের মিনার নির্মাণের জন্য শ্রমিকরা ঘটনাস্থলে কাজ শুরু করেন। এ সময় তারা বেস নির্মাণের জন্য মাটি কাটতে শুরু করলে পার্শ্ববর্তী একটি দেওয়াল ধসে তাদের ওপর পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাজাহান গাজীকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম আতিক/এসজে/এমএস