ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে মাজারের পুকুরে ভেসে ওঠা মাথার পরিচয় শনাক্ত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৩ জুলাই ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাজারের পুকুরে ভেসে ওঠা দেহবিহীন মাথার পরিচয় শনাক্ত হয়েছে।

রোববার (৩ জুলাই) সকালে খণ্ডিত মাথাটি পৌর এলাকার জঙ্গল বহুলা গ্রামের মারফত উল্লার ছেলে কদর আলীর বলে শনাক্ত করেছেন স্বজনরা।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার দাউদনগর বন্দেগী শাহ সৈয়দ দাউদ (রহ.) ও বন্দেগী সৈয়দ মহিব উল্লা (রহ.) মাজারের পুকুর থেকে দেহবিহীন মাথাটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, স্বজনরা খণ্ডিত মাথাটি শনাক্ত করেন। দেহটি এখনো পাওয়া যায়নি।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/জিকেএস