ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল, ভাসমান ৫ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৩ জুলাই ২০২২

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসমান পাঁচ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুপুরে তালতলী থেকে সমুদ্রের গভীরে পক্ষিদিয়া এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এসময় একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পাঁচ জেলে ভাসতে থাকেন। পরে তাদের উদ্ধার করা হয়।

jagonews24

এসব জেলেরা জাল ছাড়া বড়শি দিয়ে মাছ ধরতে যাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। উদ্ধার জেলেদের সবার বাড়ি তালতলী উপজেলার বড় অঙ্কুজন পাড়া গ্রামে।

আরএইচ/জিকেএস