ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকচাপায় প্রাণ গেলো বৃদ্ধের

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৪ জুলাই ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় আফছর আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের নতুনব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আফসর আলী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কাছিশাইল গ্রামের আজিম উল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বেপরোয়া গতির ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬৫৭৫০) নতুনব্রিজ এলাকায় ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/এএসএম