ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধলেশ্বরীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৭ এএম, ০৫ জুলাই ২০২২

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ডুবে মনির হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) বিকেলে ধলেশ্বরী নদীর ডিক্রিরচর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকার মালেক সর্দারের ছেলে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।

স্থানীয়রা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে নামেন মনির হোসেন। কিন্তু তিনি সাঁতার জানতেন না। এক পর্যায়ে মনির নদীর গভীরে চলে যান। সাঁতার না জানায় তিনি নদীর কিনারে ফিরে আসতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জাগো নিউজকে বলেন, বিকেল সাড়ে ৪টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনি সাঁতার জানতেন না।

মোবাশ্বির শ্রাবণ/কেএসআর