ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াইহাজারে ঘরের সিঁধ কেটে গৃহবধূকে হত্যা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৬ জুলাই ২০২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আনোয়ারা (৫০) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ জুলাই) বিকেলে আড়াইহাজারের গোপালদী পৌরসভার সদাসদী কাজীপাড়া এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিহত আনোয়ারা ওই এলাকার ওমর আলীর স্ত্রী। তবে তিনি স্বামীর সঙ্গে থাকতেন না। আনোয়ারার একমাত্র ছেলে প্রবাসী। ঈদে তার ছেলে দেশে আসার কথা ছিল।

নিহতের ভাগ্নে হিরণ বলেন, খালু ওমর আলী এ বাড়িতে থাকে না। একমাত্র খালাতো ভাই বিদেশে থাকে। মঙ্গলবার রাতে খালাতো ভাই শরীফের দেশে আসার কথা ছিল। আসছে কি না সেটা জানতে বিকেলে খালার বাড়িতে এসে দেখি দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সারা পাচ্ছিলাম না। এ কারণে ঘরের জানালা ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করি। আর ঘরে ঢুকতেই দেখি খালার মরদেহ পড়ে আছে।

jagonews24

ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, দোচালা একটি ঘরে সিঁধ কেটে হত্যাকারীরা ঘরে প্রবেশ করে শ্বাসরোধে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। নিহতের হাত, পা ও মুখ বাঁধা ছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জাগো নিউজকে বলেন, এরই মধ্যে মরদেহ উদ্ধার করে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/জিকেএস