ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাইনবোর্ড-কাঁচপুর অংশে যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৭ জুলাই ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও নারায়ণগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গতকাল বুধবার সারাদিন মহাসড়কে যানজট দেখা গেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে মহাসড়কে সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর, মদনপুর এলাকায় সরেজমিনে গিয়ে এ ধরনের চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, গাড়িগুলো স্বাভাবিকভাবে গন্তব্যে পৌঁছাচ্ছে। এদিকে গতকালের তুলনায় মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে দেখা গেছে। কোনো যানবাহনকে অযথা পার্কিং ও যত্রতত্র স্ট্যান্ড করতে দেওয়া হচ্ছে।

jagonews24

জব্বার মিয়া নামের এক ট্রাকচালক জানান, বুধবার সড়কে যানজট থাকলে আজ তেমন যানজট দেখছি না। ওই দিন মেঘনাঘাট টোলপ্লাজা থেকে শিমরাইল মোড়ে আসতে প্রায় ২ ঘণ্টা সময় লেগেছিল। কিন্তু আজ যানজট না থাকায় মাত্র ৫০ মিনিটে শিমরাইল মোড়ে চলে এসেছি।

তুষার মাহমুদ নামে এক যাত্রী জানান, গতকাল যানজট থাকায় পরিবারকে গ্রামে পাঠাইনি। আজ মহাসড়কে এসে দেখি রাস্তা অনেক ফাঁকা। তাই পরিবারকে আজই গ্রামে পাঠিয়ে দিবে। তবে বাস ভাড়া একটু বেশি নিচ্ছে বলে যোগ করেন তিনি।

jagonews24

রিয়াজুল হাসান নামের এক বাসচালক জানান, রাস্তা ফাঁকা থাকায় কোনো ঝামেলা ছাড়াই গন্তব্যে যেতে পারবো আশা করছি। ঈদের আগ পর্যন্ত রাস্তা এমন যানজট মুক্ত থাকলে কোনো ভোগান্তির শিকার হতে হবে না।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নবীর হোসেন বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। এখন পর্যন্ত কোথাও কোনো যানজট নেই। আশা করছি ঈদের আগ পর্যন্ত কোনো যানজট সৃষ্টি হবে না।

তিনি আরও জানান, যানজট নিরসনে আমাদের ৩৫টি টিম কাজ করছে। এছাড়াও প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস