ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অতিরিক্ত ভাড়া নেওয়ায় শ্যামলী পরিবহনকে জরিমানা

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৭ জুলাই ২০২২

বান্দরবানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় শ্যামলী পরিবহনকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল ৫টায় বান্দরবান বাসস্টেশন এলাকার শ্যামলী পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী এ জরিমানা করেন।

অতিরিক্ত ভাড়া নেওয়ায় শ্যামলী পরিবহনকে জরিমানা

রংপুরের যাত্রী রোকন জানান, গত ৩০ জুন বাড়ি যাওয়ার জন্য তিনি বান্দরবান কাউন্টারে বুকিং দিতে গেলে ১১০০ টাকার টিকিট ১৮০০ টাকা চাওয়া হয়। অন্য বিকল্প না থাকায় বাধ্য হয়ে ওই ভাড়াতেই টিকিট নেন। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর কাউন্টার কর্তৃপক্ষ তাকে ৬০০ টাকা ফেরত দেয়।

অতিরিক্ত ভাড়া নেওয়ায় শ্যামলী পরিবহনকে জরিমানা

একইদিন ১৭০০ টাকা দিয়ে টিকিট কাটেন যাত্রী রুহুল আমিন। ভ্রাম্যমাণ আদালতের পর তাকে ৫০০ টাকা ফেরত দেওয়া হয়েছে।

অতিরিক্ত ভাড়া নেওয়ায় শ্যামলী পরিবহনকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুমন কুমার পাল জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়ায় নেওয়ায় শ্যামলী পরিবহন বান্দরবান কাউন্টার কর্তৃপক্ষকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না মর্মে এজেন্ট রফিকুল ইসলাম মুচলেকা দিয়েছেন।

নয়ন চক্রবর্তী/এসআর/জেআইএম