ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ কিমি গাড়ির সারি

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৮ জুলাই ২০২২

ঈদকে কেন্দ্র করে দেশের দক্ষিণবঙ্গের ২১জেলার যাত্রীর ঢল নেমেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহনে পদ্মা সেতু পাড়ি দিতে মুন্সিগঞ্জের মাওয়া টোলপ্লাজায় ভিড় জমাচ্ছে হাজারো যানবাহন।

jagonews24

ফলে মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার মোড় থেকে টোলপ্লাজার অভিমুখে তিন কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ সারি দেখা দিয়েছে।

সরজমিনে দেখা যায়, টোলপ্লাজার অভিমুখে শ্রীনগর উপজেলার দোগাছি সেতু পর্যন্ত তিন কিলোমিটার গাড়ির দীর্ঘ সারি। ব্যক্তিগত ও গণপরিবহনের সংখ্যা অনেক। পাশাপাশি পণ্যবাহী যানবাহনও রয়েছে। ফলে টোল দিতে প্রতিটি গাড়িকে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘসময়।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, ঈদযাত্রায় গাড়ির চাপ বেড়েছে। কয়েককিলোমিটার সড়কে যানবাহন ধীরগতিতে টোলপ্লাজার দিকে এগোচ্ছে। তবে শৃঙ্খলা রক্ষায় আমাদের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনা রয়েছে।

ওসি আরও বলেন, পদ্মা উত্তর থানার মোড় থেকে যানবাহনকে শৃঙ্খলা মেনে টোলপ্লাজার দিকে যেতে দেওয়া হচ্ছে। যানবাহনের চাপ আছে। তবে কোনো ধরেন বিশৃঙ্খলা নেই। তবে নিষেধাজ্ঞা অমান্য করে কিছু মোটরসাইকেল আসছে।’

আরাফাত রায়হান সাকিব/এমএস