ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৯ জুলাই ২০২২

পিরোজপুরের নেছারাবাদে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. হাসান ব্যাপারী (৪২) নামের এক লঞ্চচালককে পিটিয়ে হত্যা হরা হয়েছে। শনিবার (৯ জুলাই) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের গগন গ্রামে এ ঘটনা ঘটে।

হাসান ব্যাপারী ওই গ্রামের মো. মহিউদ্দিন ব্যাপারীর ছেলে। অভিযুক্ত সরোয়ার হোসেন একই গ্রামের হাশেম আলীর ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, হাসানের স্ত্রীকে সরোয়ারের ভাই সাইদুর প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়। বৈঠকে সরোয়ার ও তার ভাইরা প্রভাব খাটিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করেন। ন্যায় বিচারের দাবিতে কয়েকদিন আগে হাসান ব্যাপারী সরোয়ার ও তার ভাইদের আসামি করে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে হাসনকে দেখে নেওয়ার হুমকি দেন সরোয়ার। পরে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসান লঞ্চচালাতে বৈঠাকাটা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে কাঠ দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, নারীঘটিত বিষয় নিয়ে আদালতে মামলার জেরে তাকে হাসানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরএইচ/এএসএম