ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদ করতে বাড়ি ফেরার পথে নিহত ১, আহত ৭

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৯ জুলাই ২০২২

বাড়িতে ঈদ করতে ঢাকা থেকে ফেরার পথে ফরিদপুরের মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাহিন্দ্রার ধাক্কায় মো. আব্দুল ওদুদ শেখ (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মাহিন্দ্রাতে থাকা শিশুসহ সাতজন আহত হন।

শনিবার (৯ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল ওদুদ শেখ মাগুরার হাজিপুর গ্রামের মো. আজিতের ছেলে। তিনি ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন।

ঈদ করতে বাড়ি ফেরার পথে নিহত ১, আহত ৭

আহত ব্যক্তিদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহিন্দ্রায় করে ঢাকা থেকে মাগুরায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আব্দুল ওদুদ। সারারাত গাড়ি চালানোর কারণে চালকের চোখে ঘুম ছিল। তাকে রাস্তায় কয়েকবার চা খাওয়ানো হয়। তারপরও তিনি ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান। এ ঘটনায় আব্দুল ওদুদ নিহত ও আরও সাতজন আহত হন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কবির হোসেন জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার পর একজন মারা যান। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈদ করতে বাড়ি ফেরার পথে নিহত ১, আহত ৭

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন যাত্রী আহত হয়েছেন। তারা ঢাকা থেকে মাহিন্দ্রাতে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম