কোরবানিতে বিক্রির জন্য পালন করা গরু চুরি করে জবাই
ফাইল ছবি
পিরোজপুরের ইন্দুরকানীতে রাতের আঁধারে গোয়ালঘর থেকে গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৮ জুলাই) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামের এ ঘটনা ঘটে।
গরুটি কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে লালন-পালন করেছিলেন গরুটির মালিক।
গরুর মালিক জালাল মোল্লা জানান, এ বছর কোরবানির হাটে বিক্রি করার জন্য নিজে একটি গরু লালনপালন করেছিলেন। বৃহস্পতিবার (৭ জুলাই) স্থানীয় চন্ডিপুর পশুর হাটে বিক্রির জন্য নিয়ে যান। ওই হাটে গরুটির দাম ৬০ হাজার টাকা পর্যন্ত ওঠে। কিন্তু পছন্দমতো দাম না হওয়ায় গরুটি তিনি বিক্রি করেননি। কিন্তু শুক্রবার গভীররাতে দুর্বৃত্তরা গোয়ালঘর থেকে গরুটি চুরি করে কচা নদীর পাড়ে নিয়ে জবাই করে এর মাংস নিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য দুলাল ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, গরুটি চুরি করে নিয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন গরুর মালিক জালাল মোল্লা।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘এ বিষয়ে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান