ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের সকালে সড়কে ঝরলো তরুণের প্রাণ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১২:৪১ পিএম, ১০ জুলাই ২০২২

ঈদের দিন ফরিদপুরের বোয়ালমারীতে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকলের ধাক্কায় পারভেজ শেখ (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন।

রোববার (১০ জুলাই) সকাল ১০টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ উপজেলার সাতৈর ইউনিয়নের নাওড়াকান্দি-রামদিয়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সকালে শহিদুলকে নিয়ে পারভেজ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট বাজারের সায়েনের দোকানের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে পারভেজ ঘটনাস্থলেই মারা যান। শহিদুল গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জাগো নিউজকে বলেন, কিছু সময় আগে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসজে/জেআইএম