ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদে তিস্তা ব্যারাজে ভিড় করছেন দর্শনার্থীরা

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ১১:৪৪ এএম, ১১ জুলাই ২০২২

গরম উপেক্ষা করে ঈদুল আজহার প্রথম দিনই লালমিনরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারাজ এলাকায় মানুষের ঢল নেমেছে। দিনভর লোকজন কম থাকলেও সন্ধ্যার পর থেকেই দর্শনার্থীদের ভিড়ে বাড়তে থাক।

ঈদে তিস্তা ব্যারাজে ভিড় করছেন দর্শনার্থীরা

দূর-দূরান্ত থেকে কেউ আসছেন মোটরসাইকেল, মাইক্রোবাস, অটোরিকশা কেউবা পিকআপে। প্রতি বছরের ন্যায় এবারও ব্যারাজ এলাকায় জমে উঠেছে দোকান পাট।

সরেজমিনে দেখা গেছে, দিনব্যাপী তীব্র গরম এবং দাবদাহে লোকজনের সংখ্যা কম হলেও সন্ধ্যার পর থেকে প্রচুর দর্শনার্থীকে তিস্তা ব্যারাজ এলাকায় ঘুরতে দেখা গেছে। গভীর রাত পর্যন্ত আশপাশ জেলা থেকে এসে তিস্তা ব্যারাজ এলাকায় আড্ডা জমিয়েছেন। কেউবা তুলছেন সেলফি কেউবা ছবি। কেউবা মোটরসাইকেলে কেউবা গান বাজিয়ে ছুটছেন এপার থেকে ওপারে। ৫০ টাকায় তিস্তার বুকে স্পিডবোটে ঘুরছেন বিভিন্ন দর্শনার্থী।

ঈদে তিস্তা ব্যারাজে ভিড় করছেন দর্শনার্থীরা

ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, দীর্ঘদিন কাজের কর্মস্থলে থাকতে হয়েছে। তাই ঈদে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে এসেছেন। পাশাপাশি ভ্রমণের জন্য তিস্তা ব্যারাজে ঘুরতে আসছেন তারা। পরিবারও আনন্দে সময় পার করছে।

ঈদে তিস্তা ব্যারাজে ভিড় করছেন দর্শনার্থীরা

তিস্তা ব্যারাজে ঘুরতে আসা শিক্ষার্থী মিরাজ বলেন, অত্র এলাকায় একটিমাত্র দৃষ্টিনন্দন জায়গা সেটি হচ্ছে তিস্তা ব্যারাজ। ঈদ উপলক্ষে প্রতিবছর এখানে আসা হয়। তাই এ বছরও এসেছি। আমি মনে করি সবাইকে সৌন্দর্য উপভোগ করতে তিস্তা ব্যারাজে ঘুরতে আসা উচিত। ঘুরতে আসলেই তারা তিস্তা ব্যারাজ এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

ঈদে তিস্তা ব্যারাজে ভিড় করছেন দর্শনার্থীরা

দোয়ানী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক বলেন, গতবারের চেয়ে এবারের ঈদুল আজহায় লোক সমাগম কম। তবে সন্ধ্যার পর থেকে লোকের ভিড় লক্ষণীয় ছিল। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের পুলিশ ব্যারাজ এলাকায় কাজ করছে।

রবিউল হাসান/এসজে/জেআইএম