ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভাঙনকবলিত দেড় হাজার পরিবার পেল কোরবানির মাংস

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০২:১৪ পিএম, ১১ জুলাই ২০২২

ফরিদপুরে নদী ভাঙনকবলিত অসহায় দেড় হাজার পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। সোমবার (১১ জুলাই) সকালে চরমাধবদিয়া ইউনিয়নের হাজারবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও ডিক্রিরচর ইউনিয়নের টেপুরাকান্দির এফডিএ অফিস থেকে এসব মাংস বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসলামিক রিলিফ ঢাকার সহযোগিতায় ও ফরিদপুরের বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এর তত্ত্বাবধানে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর, নর্থ চ্যানেল, অম্বিকাপুর, চরমাধবদিয়া ইউনিয়ন ও পৌরসভার দেড় হাজার অসহায় ও দরিদ্র নদী ভাঙনকবলিত পরিবারের মাংস বিতরণ করা হয়।

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, এফডিএর পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফর পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির ও ইসলামিক রিলিফের প্রতিনিধি আমিন উর কাইয়ুম উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম