ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের দ্বিতীয় দিনে কোরবানির মাংস পেল ২৮ অসহায় পরিবার

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১১ জুলাই ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে ঈদের দ্বিতীয় দিন ২৮টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) দুপুর পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু-সামথিং’ ফাউন্ডেশনের উদ্যোগে এবং তাহসিন সালাম ও শাকিল শেখের সহযোগিতায় এ মাংস বিতরণ করা হয়।

এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন মিলন স্মৃতি পাঠাগারের কর্মীরা।

মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা আতিফ আসাদ জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘদিন হলো ডু সামথিং ফাউন্ডেশন ও মিলন স্মৃতি পাঠাগার যৌথভাবে সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ডু সামথিং ফাউন্ডেশনের এ উদ্যোগে ২৮টি পরিবারের মাঝে এ মাংস বিতরণ করা হয়েছে।’

ডু-সামথিং ফাউন্ডেশনের সভাপতি নাজমুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘এ বছর সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে মোট ২৬টি ছাগল এবং ১১টি গরু কোরবানি দেওয়া হয়েছে। কোরবানির মাংস বন্যাকবলিত অঞ্চল এবং অন্যান্য দরিদ্র অঞ্চলে বিতরণ করা হয়েছে। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

নাসিম উদ্দিন/এসআর/এএসএম