ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাংসের হাড় গলায় আটকে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১১ জুলাই ২০২২

রাজবাড়ীতে কোরবানির মাংসের হাড় গলায় আটকে আলিফ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১০ জুলাই) রাতে শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আলিফ ওই এলাকার এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। সে সপ্তম শ্রেণির ছাত্র।

রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তুহিন মণ্ডল জানা, রাত ৯টার দিকে পরিবারের সবাই মিলে খাবার খাচ্ছিলেন। এ সময় মাংসের একটি হাড় আলিফের গলায় আটকে যায়। হাড়টি বের করতে না পেরে স্বজনরা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাতে তার মৃত্যু হয়।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম