ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে বাসের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ১১:৫২ এএম, ১২ জুলাই ২০২২

কুড়িগ্রাম সদর উপজেলায় বাসের ধাক্কায় ইব্রাহিম (২৭) নামে থ্রি হুইলারের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত দুই যাত্রী।

সোমবার (১১ জুলাই) সন্ধ‌্যা ৭টার দিকে উপজেলার পাটেশ্বরী বাজারের কাছে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম নাগেশ্বরী উপজেলার সরদারপাড়ার বাসিন্দা। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কুড়িগ্রামে বাসের ধাক্কায় যুবক নিহত

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জাগো নিউজকে বলেন, সোমবার সন্ধ‌্যায় একটি দূরপাল্লার বাস থ্রি হুইলারে ধাক্কা দেয়। এতে একজন নিহত হন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলাও হয়েছে।

মাসুদ রানা/এসজে/জেআইএম