সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্য নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকের সঙ্গে র্যাবের পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সার্জেন্ট মনসুর (৩৫) নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় আরো সাত র্যাব আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, পুরিন্দা বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের র্যাবের একটি পিকআপ ভ্যান টহল দিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে র্যাব-১১ এর সদস্য সার্জেন্ট মনসুর ঘটনাস্থলে নিহত হন।
এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান