ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় নির্মাণাধীন ভবন থেকে তত্ত্বাবধায়কের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১২ জুলাই ২০২২

বরগুনায় নির্মাণাধীন একটি বিদ্যালয় ভবন থেকে ভবনটির তত্ত্বাবধায়কের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তত্ত্বাবধায়কের নাম মো. কবির (৫৫)। তিনি পটুয়াখালীর বাসিন্দা। নির্মাণাধীন বিদ্যালয় ভবনের মালামাল সংরক্ষণের জন্য তাকে নিয়োগ দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, সকাল থেকে তত্ত্বাবধায়ক কবিরের কোনো খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে সবাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ভবনের তালা ভেঙে ভেতরে ঢুকে চেয়ারে বসা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

এমআরআর/এএসএম