উখিয়ায় দু্ই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা মুহাম্মদ শাহিন (১৮) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো চারজন। শুক্রবার সকালে উখিয়া সদর স্টেশন গাউছিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। নিহত শাহিন উখিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক।
আহত ছাত্রলীগ কর্মীরা হলেন, ঘিলাতলি এলাকার অধ্যাপক ইকবালের ছেলে ইফতেয়াজ নুর নিশান (১৯), উখিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম (১৮)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মুকুল মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ছাত্রলীগ নেতাকর্মীরা উখিয়া তাঁতি মেলা থেকে এসে গাউছিয়া মার্কেট (নুর হোটেল) এলাকায় একত্রিত হয়। এর ঘণ্টাখানেক পর উখিয়া সিকদার বিল এলাকার কালুর ছেলে জাহাঙ্গীরের নেতৃত্বে ৭/৮ জন হঠাৎ শাহিনের উপর হামলা চালায়। তাদের প্রতিহত করতে গিয়ে হামলাকারী ও ছাত্রলীগ কর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। পরে গুরুতর অবস্থায় শাহিনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সায়ীদ আলমগীর/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি