ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মৌলভীবাজারে মাছ ধরতে গিয়ে নৌকাডুবে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৪ জুলাই ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ ধরতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ হওয়া বাবুল মিয়ার (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বরমচল ইউনিয়নের বড়ছড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মারা যাওয়া বাবুল মিয়া একই উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল এলাকার বাসিন্দা।

কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে বড়ছড়াসহ আশপাশের এলাকায় নিখোঁজ বাবুলকে উদ্ধারে খুঁজতে থাকে। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বড়ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভূকশিমইলের ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন, বুধবার বিকেলে বাবুল তার সঙ্গী আজিজুরকে নিয়ে নৌকাযোগে বরমচালের বরছড়ায় মাছ ধরতে যান। সন্ধ্যার দিকে হঠাৎ করে ঝড় শুরু হলে নৌকা ডুবে তারা নিখোঁজ হন। পরে বাবুলের সঙ্গী আজিজুরকে জীবিত উদ্ধার করা হলেও বাবুলকে উদ্ধার করা যায়নি। বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আব্দুল আজিজ/এমআরআর/এমএস