ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দশানী নদীতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৪ জুলাই ২০২২

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে ডুবে মিম আক্তার (৮) নামের এক শিশু মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ওই নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। মিম আক্তার মেরুরচর ইউনিয়নের সেকের চর গ্রামের মিস্টিার আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মিম আক্তার। এরপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও মিমের সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ স্থানীয়রা উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম পানিতে ডুবে শিশু মিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম